বইয়ের জমানা শেষ হয়ে যায়নি, দেখাল কলকাতা বইমেলা
18 February, 2019 - By Bangla WorldWide
14 February, 2019 - 09:35:00 PM
বাংলা ওয়ার্ল্ডওয়াইড ওয়েব ডেস্ক: নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। এর শুরুটা হয়েছিল রবীন্দ্রনাথের হাত ধরে। সেই সময় থেকে আজ। স্বকীয়তা বজায় রেখেই প্রবহমান এই প্রতিষ্ঠান। ২০১৮-র ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতার নিউ টাউনে হয়ে গেল নিখিল ভারত বঙ্গ সাহিত্যের ৯০তম সম্মেলন। এর উদ্বোধন করেন 'ভারতরত্ন' প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উদ্বোধনী ভাষণে প্রণব মুখোপাধ্যায় বলেন, "ভারতবর্ষ বলতে আমার চোখের সামনে ১৩০ কোটি মানুষের ছবি। অনেক ভাষা, অনেক ধর্ম- সব মিলিয়ে তাঁদের মধ্যে একটা একাত্মবোধ রয়েছে। সেটা হল তাঁরা ভারতীয়। বাংলা ও বাঙালি সম্পর্কেও একই কথা প্রযোজ্য। আমাদের মধ্যে স্ববিরোধিতা আছে। কিন্তু আমরা চলম
আরও পড়ুন