বাংলাদেশের মুক্তিযুদ্ধ-নবম পর্ব
17 December, 2020 - By Bangla WorldWide
16 December, 2020 - 12:30:00 PM
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের ক্ষেত্রে আগরতলার শিল্পী, কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা অনন্য অবদান রেখেছিলেন। ৩০শে মার্চ,১৯৭১ সুধী সমাজের আহ্বানে আগরতলায় বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানিয়ে একটি বিরাট মিছিল হয়। এপ্রিল মাসে উদয়পুরেও ছাত্রদের একটি মিছিল সংগঠিত হয়েছিল। এই মিছিলে ছাত্র পরিষদ, ছাত্র ফেডারেশন সহ সব অংশের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
আরও পড়ুন16 December, 2020 - 05:14:00 AM
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী বর্ষের শুভ সূচনা। বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় কীর্তি ও সাফল্যের ইতিহাস রচিত হয় ১৯৭১ সালের এই দিনে। পৃথিবীর মানচিত্রে "বাংলাদেশ" নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন এটি।
আরও পড়ুন15 December, 2020 - 02:05:00 PM
পঁচিশে মার্চের পর আওয়ামী লীগের নেতারা গ্রেফতার এড়াতে এবং ভারতের সাহায্য লাভের বিষয়ে আলাপ আলোচনা করতে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন। বহু শীর্ষ নেতা ত্রিপুরায় এসে আশ্রয় নেন। এম,আর, সিদ্দিকী, সিরাজুল হক ও আবদুল্লাহ আল হারুন চৌধুরী আগরতলায় পৌঁছে সাক্ষাৎ করেন তদানীন্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের সঙ্গে। শচীন বাবু তাঁদের নিয়ে দিল্লীতে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রী সেই সময়ের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ড: ত্রিগুণা সেনকে আগরতলায় পাঠান। ত্রিগুণা সেন তখন ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য ছিলেন।
আরও পড়ুন15 December, 2020 - 11:45:00 AM
"বাংলা ওয়ার্ল্ডওয়াইড" অন্তর্জালের মাধ্যমে একটি আলোচনা সভার আয়োজন করতে চলেছে আগামী ১৮ই ডিসেম্বর, শুক্রবার,২০২০, ভারতীয় সময় সন্ধ্যা ৬ টায়। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃত ভারতবর্ষে সত্যিই কী চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সুরক্ষিত?
আরও পড়ুন14 December, 2020 - 06:55:00 PM
"বাংলা ওয়ার্ল্ডওয়াইড" অন্তর্জালের মাধ্যমে একটি আলোচনা সভার আয়োজন করতে চলেছে আগামী ১৮ ই ডিসেম্বর, শুক্রবার,২০২০, ভারতীয় সময় সন্ধ্যা ৬ টায়। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃত ভারতবর্ষে সত্যিই কী চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সুরক্ষিত? এই বিষয়ে আলোচনা করবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
আরও পড়ুন14 December, 2020 - 05:35:00 PM
বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম একদিনে শুরু হয় নি। দীর্ঘ তেইশ চব্বিশ বছরের অত্যাচার, শোষণ ও বঞ্চনার ফলেই বাংলাদেশের অভ্যুদয়। ১৯৪৭ সালে মহম্মদ আলি জিন্নাহ দ্বিজাতিতত্ত্বের সুরসুরি দিয়ে, সাম্রাজ্যবাদী ব্রিটেনের সঙ্গে হাত মিলিয়ে মুসলমান সম্প্রদায়ের জন্য পাকিস্তান রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। দেশের স্বাধীনতা আন্দোলনে বাঙ্গালী এবং পাঞ্জাবীরা সবচাইতে বেশি অবদান রাখলেও স্বাধীনতা লাভ ও দেশ ভাগের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হলো এই দুই জাতি। চৌদ্দ পুরুষের ভিটেমাটি ছেড়ে চলে আসতে হলো কোটি কোটি মানুষকে। বাঙ্গালী মুসলমানদের মনে আশা জেগেছিল, মুসলিম প্রধান পাকিস্তানে তারা সুখে শান্তিতে বসবাস করবেন। কিন্তু শুরু থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকরা বাঙ্গালী মুসলমানদের উপর অত্যাচার শুরু করলেন। পাকিস্তানের জনসংখ্যা অনুপাতে বাঙ্গালীরা সংখ্যা গরিষ্ঠ হয়েও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের কোন ভূমিকা রইল না।
আরও পড়ুন12 December, 2020 - 02:37:00 PM
মিত্র বাহিনীর ঢাকা অভিযান তীব্র হয়েছে। ভারতীয় সেনাপতির পাকিস্তানী সৈন্যদের আত্মসমর্পণ করার বার্তাটি আকাশবাণী থেকে উর্দু, হিন্দি, ইংরেজি ও বাংলায় কিছুক্ষণ পর পর প্রচার করা হচ্ছে। সেনাপতি মানেকশ অকারণ রক্তপাত বন্ধ করতে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেন পাক হানাদার বাহিনীকে। তিনি আস্বাস দিলেন যুদ্ধ বন্দিদের প্রতি "জেনেভা কনভেনশন" অনুসারে বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হবে। আহত যুদ্ধবন্দীদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। মৃতদের যথোচিত সমাধি দেওয়া হবে। ঐ বার্তায় জেনারেল মানেকশ বলেন, পাকিস্তানের সেনারা যদি মা, বাবা,ভাই, বোন ও সন্তানদের ফিরে পেতে চান, তাহলে আত্মসমর্পণ করুন। মিত্র বাহিনী আপনাদের ঘিরে ফেলেছে, পালাবার পথ নেই। আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেওয়া হলো ১৬ ই ডিসেম্বর সকাল ৯ টা পর্যন্ত।
আরও পড়ুন11 December, 2020 - 04:37:00 PM
আজ (৯ ই ডিসেম্বর) ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু প্রয়াত শচীন্দ্র লাল সিংহের প্রয়াণ দিবস। বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা তেমন ভাবে আলোচিত হয়না। সাবেক পূর্ব পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পলিটিকাল অফিসার শশাঙ্ক এস ব্যানার্জীর স্মৃতিচারণমূলক গ্রন্থ "India, Mujibur Rahaman, Bangladesh Liearaation and Pakistan" বইতে লিখেছেন ১৯৬২ সালের ২৪ শে ডিসেম্বর (ইংরেজি মতে ২৫ ডিসেম্বর হতে পারে) গভীর রাতে তাঁর সঙ্গে ইত্তেফাক পত্রিকার সম্পাদকের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সাক্ষাৎ হয়। ইত্তেফাক পত্রিকার সম্পাদকের অনুরোধেই শশাঙ্ক এস ব্যানার্জী সেখানে গিয়েছিলেন। দুই ঘণ্টা আলোচনার পর বঙ্গবন্ধু ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে লেখা একটি চিঠি শশাঙ্ক এস ব্যানার্জীর হাতে তুলে দেন। এই ভাবেই স্বাধীনতা যুদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছিল। ১৯৬৩ সালে বঙ্গবন্ধু গোপনে আগরতলায়
আরও পড়ুন11 December, 2020 - 12:35:00 PM
Impact of Covid-19 and resulting of lockdown on 2020 Election 1. Defeat of Donald Trump, which would have unlikely to happen without Covid-19. 2. Introduction and substantial increase in number of votes of introducing enhanced and efficient mailing system which was strongly opposed by President Trump
আরও পড়ুন10 December, 2020 - 02:27:00 PM
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে ৮ ই ডিসেম্বর তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন কুমিল্লা হানাদার মুক্ত হয়। কুমিল্লা টাউন হল মাঠে মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। কুমিল্লা স্বাধীন হওয়ার খবর শুনে উদয়পুরের পুরনো মানুষ জনেরা আনন্দলাভ করেন। কুমিল্লা ছিল উদয়পুরের সাংস্কৃতিক ও বানিজ্যিক রাজধানী। রাজন্যযুগে কুমিল্লার সঙ্গেই উদয়পুরের যোগাযোগ ছিল। কুমিল্লা জেলা মুক্ত হলেও ময়নামতি সেনানিবাস থেকে পাকিস্তানি হানাদার বাহিনী লড়াই চালিয়ে যেতে থাকে। ভারতীয় বিমান বাহিনী ময়নামতি সেনানিবাসের উপর বোমা বর্ষণ করতে থাকে।
আরও পড়ুন