একটি পুরাতন কথা
4 March, 2021 - By Bangla WorldWide
24 February, 2021 - 12:52:00 PM
সুলগ্না কে যত দেখছি ততই যেন অভিভূত হয়ে যাই। ওর পরিমিতি বোধ, ওর শাহনশীলতা , সর্বোপরি ওর রসবোধ আমাকে প্রতিবারই অবাক করে। আমি মনে প্রাণে বিশ্বাস করি একজন মহিলার সঙ্গে একজন পুরুষের কোনো তুলনাই চলে না। একটি মেয়ে পারেনা এমন কাজ অনেক চেষ্টা করেও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। মহিলারা নাকি বাড়িতে বসে কোনো কাজ ই করে না , অথচ সেই মহিলা বিহীন বাড়ি বাড়ি ই থাকে, ঘর হয়ে ওঠে না। নারী পুরুষের চাইতে যোজন যোজন পথ এগিয়ে আছে। মেয়েরা ভ্যান রিকশা চালায়, আবার প্লেন ও চালায়। নারী নৌকোর হাল এবং সংসারের হাল একই হাতে ধরে। সন্তানের দায়িত্ব মায়ের ওপর ই বর্তায় বেশি। সে মা রোজগার করুক বা না করুক। বিবাহ বিচ্ছিন্ন হবার দায় ও শুধু মাত্র মেয়েটির ওপরেই চাপায় সমাজ। যাক সুলগ্না সে দিক থেকে মুক্ত। কারণ জ্ঞান হবার পরেই সিদ্ধান্ত নিয়েছে যে সে বিয়ে করবে না ।
আরও পড়ুন15 January, 2021 - 05:17:00 PM
ট্রেনের দোলানিতে আমার কখনও ঘুম পেত না, কিন্তু স্বপ্ন পেত। শাপলা ফোটা পুকুরটার ঘাটে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে। সেখানে আর একটা আমি বই হাতে বসে থাকত। ঝুরি নামা বটগাছের তলায় খাটিয়ায় বসে তেঁতুলের আচার চেটে খেত। আর ওই তকতকে নিকানো মাটির বাড়িগুলো? ওর দাওয়ায় বসে কাউকে একটা পিসিমা পাতিয়ে জামবাটি ভর্ত্তি করে মোটা মোটা চালের মুড়ি, নারকেল কোরা আর আখের গুড়!! দূরে সারি সারি পুরনো কুঁড়েঘর দেখিয়ে দাদা গল্প শোনাত ওইখানে সেই রেডিওতে শোনা গানের গাঁয়ের বঁধু থাকত।
আরও পড়ুন14 January, 2021 - 12:38:00 PM
সংক্রান্তিতে চিন্তা হয় বেশী খাব? লাগে ভয় পিঠে খেলে পেটে সয়? রয়ে সয়ে খেলেই হয় তাই যে সয় সে রয় জয় পিঠে পুলির জয় ৷
আরও পড়ুন